ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঠ পাচারের অভিযোগ রাঙ্গামাটির দুই বন কর্মকর্তা জেলহাজতে

প্রকাশিত: ০৫:১৮, ২০ এপ্রিল ২০১৫

কাঠ পাচারের অভিযোগ রাঙ্গামাটির দুই  বন কর্মকর্তা  জেলহাজতে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ এপ্রিল ॥ দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত ২০০৬ সালের একটি মামলায় রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ বনবিভাগের প্রধান কার্যালয়ের বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) রিজাউল শিকদার এবং রাঙ্গামাটি অশ্রেণীভুক্ত বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক মোঃ সাইফুল ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করেছেন। রবিবার বন বিভাগের এই দুই কর্মকর্তা রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে দুদকের দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র সৃজন করে রাঙ্গামাটির সরকারী সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯৯ হাজার ২০০ শত ঘনফুট সেগুন কাঠ কেটে ১৪ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অপরাধে জেলে প্রেরণকৃত দুই বন কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর বাদী হয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় অভিযোগ করলে ১৬ সেপ্টেম্বর ২০০৬ সালে কোতয়ালী থানায় দ-বিধি ৪০৯/ ৪২০/৪৬৭/৪৬৮/ ৪৭১/১০৯ এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা নং ৭ মুলে এ মামলা সৃজিত হয়। মামলার আর্জিতে আরও উল্লেখ করা হয় যে, এই দুই বন কর্মকর্তা তৎসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের দায়িত্বে থাকাকালীন রাঙ্গামাটি জেলাধীন ১১৪ নং বালুখালী মৌজার হোল্ডিং নং-৪৫ এর ৬ একর জোত ভূমির বিপরীতে ভুয়া কাগজপত্র দেখিয়ে জোত পারমিটের মাধ্যমে সরকারী বনাঞ্চল থেকে এই কাঠ কেটে পাচার করে।
×