ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ পর্বত চূড়ায়

প্রকাশিত: ০৪:৫৫, ২০ এপ্রিল ২০১৫

সর্বোচ্চ পর্বত চূড়ায়

উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির সর্বোচ্চ পর্বত পায়েকুতের চূড়ায় উঠেছেন। এর মাধ্যমে তিনি সৈন্যদের জানাতে চেয়েছেন, পর্বতের এই উচ্চতা যে মানসিক শক্তি যোগায় তা পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রবিবার প্রকাশিত ছবিতে দেখা গেছে, বরফাবৃত পর্বতের চূড়ায় হাস্যোজ্জ্বল উন। তার পেছনেই সূর্য উঠার নান্দনিক দৃশ্য। চীন সীমান্তে অবস্থিত পায়েকতু ২৭৫০ মিটার উচ্চতার একটি আগ্নেয় পর্বত। কোরীয় লোকগাঁথায় একে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। - এএফপি
×