ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবার হল্টেড শাহজিবাজার পাওয়ার

প্রকাশিত: ০৪:৫২, ২০ এপ্রিল ২০১৫

আবার হল্টেড শাহজিবাজার পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (এসপিসিএল) হল্টেড। রবিবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় এ শেয়ারে। এ সময়ে শেয়ারটির দাম প্রায় ১০ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকার স্পর্শ করে। প্রায় তিন মাস পর শেয়ারটি হল্টেড হলো। সাম্প্রতিক সময়ে এসপিসিএলের মতো আর কোন কোম্পানির শেয়ার এত ঘন ঘন হল্টেড হয়নি। কখনও দাম বেড়ে, কখনও দাম কমে হল্টেড হয়েছে এ শেয়ার। দাম বৃদ্ধির প্রবণতার মুখে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-এর বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়। একদিকে নিয়ন্ত্রক সংস্থার নানা ব্যবস্থা, অন্যদিকে সরকার জ্বালানি তেল কেনার দাম কমানোয় এসপিসিএলের সহযোগী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্সের আয় কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এর প্রভাবে শেয়ারটির দাম ক্রমাগত কমতে থাকে। তিন মাসের ব্যবধানে শেয়ারের দাম ৩৩৮ টাকা থেকে কমে ১৬০ টাকায় নেমে আসে। বাজার সংশ্লিষ্টদের মতে, একদিকে শেয়ারটির দাম অনেক কমে আসা, অন্যদিকে একই খাতের ইউনাইটেড পাওয়ারের শেয়ারের দামের উর্ধগতির প্রভাব পড়েছে রবিবারে দামে। এই দুই প্রভাবে শেয়ারটির দাম সার্কিট ব্রেকার ছুঁয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর স্ক্রিনে সর্বশেষ ৬৭ হাজার ৮৬৯টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না।
×