ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এফবিসিসিআইর পরিচালক পদে ৮৬ প্রার্থী

প্রকাশিত: ০৪:৫১, ২০ এপ্রিল ২০১৫

এফবিসিসিআইর পরিচালক পদে ৮৬ প্রার্থী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ৩২ পরিচালক পদের জন্য ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেম্বার গ্রুপ থেকে ৪৪ ও এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে বলে এফবিসিসিআই নির্বাচন বোর্ড সূত্র জানায়। জানা যায়, নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ এবং ইন্ট্রাকো গ্রুপের ভাইস চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আগামী ৬ মে যাচাইবাছাই শেষে খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১১ মে। চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই নির্বাচন ২৩ মে।
×