ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৮, ১৯ এপ্রিল ২০১৫

সিলেটে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিরাই উপজেলার চরনারচর ইউপি চেয়ারম্যান রতিকান্ত দাস কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার প্রতিবাদে ও রাষ্ট্রদ্রোহী মামলার এ আসামিকে গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠীর সহযোগিতায় নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন করেছে সিলেট বিভাগীয় সম্প্রীতি মঞ্চ। মানববন্ধনে বক্তারা বলেন, যার ডাকে এ দেশের স্বাধীনতা এসেছে, সেই জাতিরজনককে কটূক্তি করে চেয়ারম্যান রতিকান্ত দাস রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। অথচ প্রশাসন তার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নিচ্ছে না। বরং আওয়ামী লীগ নামধারী স্থানীয় গুটিকয়েক নেতা তাকে প্রশ্রয় দিচ্ছে। তাদেরও শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে রতিকান্ত দাসকে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, নয়ত গোটা দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নাশকতা মামলা কচুয়ায় যুবদল নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৮ এপ্রিল ॥ কচুয়ায় নাশকতার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা যুবদলের সভাপতি ও আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাসকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আশ্রাফপুর ইউনিয়নের মাসনীগাছা এলাকা থেকে ওসি ইবরাহীম খলিলের নেতৃত্বে কচুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা গেছে, মাসুদ এলাহী সুভাস ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাছাড়া গাড়ি ভাঙচুর, রাস্তা ব্যারিকেড ও অগ্নিসংযোগের দুইটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ শরীয়তপুর বালক বিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৮ এপ্রিল ॥ শরীয়তপুর জেলা সদরের পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহর নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের কাছ থেকে টিফিন ও কম্পিউটার শেখানোর কথা বলে কয়েক লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাত করাসহ নানা প্রকার আর্থিক কেলেঙ্কারি ও বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে জেলার একমাত্র এ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শনিবার শিক্ষার্থীরা দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেছে। জানা গেছে, চাকরি জীবনে বিভিন্ন বিদ্যালয়ে নানা প্রকার দুর্নীতির দায়ে ১৭ বার বদলি হয়ে সর্বশেষ ২০১২ সালের ৩১ অক্টোবর শরীয়তপুরের একমাত্র সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মুহম্মদ শহীদুল্লাহ। এরপর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় ডিজি অফিসে দৌড়ঝাঁপ করে সুকৌশলে তা কব্জা করেন তিনি। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মুহম্মদ শহীদুল্লাহর কাছে যেন বিদ্যালয়ে অধ্যয়নরত ১ হাজার ৩৯ শিক্ষার্থী জিম্মি হয়ে পড়েছে। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত জেলার প্রচীনতম দুই শিফটের এই বিদ্যালয়ে শিক্ষকের ৫২টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২৬ জন। ফলে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটছে প্রতিনিয়ত। ‘সরকার কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছে’ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে সিরাজগঞ্জে ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাতি মুন্না এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি এলাকায় কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছে। এ সরকারের আমলে কৃষকের পেছনে পেছনে সার দৌড়ায়। বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়। এ কারণেই আওয়ামী লীগকে কৃষিবান্ধব সরকার বলা হয়। শহরের সনি হোটেল এ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ দ্বিবার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম শিকদার। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওমর আলী সেখ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য প্রমুখ।
×