ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৯. বৈষয়িক বিবরণীতে প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতির কী প্রভাব পড়ে? ক) পাওনাদারের পরিমাণ হ্রাস পায় খ) নিট লাভ হ্রাস পায় গ) মোট দায় বৃদ্ধি পায় ঘ) মোট সম্পত্তি হ্রাস পায় ৪০. জনাব হক সাহেবের রেওয়ামিলে দেয়া আছে বিজ্ঞাপন ৪০,০০০ টাকা এবং নিচে বলা হয়েছে বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ ৫,০০০ টাকা সমন্বয় সাধনপূর্বক বিজ্ঞাপনের ১/৫ অংশ অবলোপন করতে হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপন হিসাবে কত টাকা দেখাতে হবে? ক) ৪৫,০০০ টাকা খ) ৪০,০০০ টাকা গ) ৩৬,০০০ টাকা ঘ) ৩২,০০০ টাকা ৪১. গত বছরের অপরিশোধিত দেনা - ক) প্রারম্ভিক মূলধন নির্ণয়ে আসবে খ) সমাপনী মূলধন নির্ণয়ে আসবে গ) বিবেচনায় আসবে না ঘ) দায়ের দিকে যাবে ৪২. কোন ধরনের সম্পদ সরাসরি ভোগ করা যায় না? ক) দৃশ্যমান সম্পদ খ) অদৃশ্যমান সম্পদ গ) প্রাকৃতিক সম্পদ ঘ) অলীক সম্পদ ৪৩. ই/ঋ বলতে কী বোঝ? ক) সম্মুখে নীত খ) উপর থেকে আনীত গ) পেছন থেকে আনীত ঘ) নিচে নীত ৪৪. কোন স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য করতে হয় না? ক) কলকব্জা খ) দালানকোটা গ) আসবাবপত্র ঘ) ভূমি ৪৫. বাজারমূল্যে সমাপনী মজুদের মূল্যায়ন করা হয় - র. রক্ষণশীলতা নীতি অনুসারে রর. ব্যয় সুবিধা সম্পর্ক নীতি অনুসারে ররর. শিল্পে প্রচলন নীতি অনুসারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় - র. বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে রর. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে ররর. মালিকানাস্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি - ক) হিসাবের খ) লেনদেনের গ) ব্যবসায়ের ঘ) উপরের সবকটি ৪৮. নিচের কোনটি অবচয়ের বৈশিষ্ট্য নয়? ক) অ-নগদ লেনদেন খ) আনুমানিক ব্যয় গ) কালের বিবর্তন ঘ) অদৃশ্যমান লেনদেন * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: মডার্ন’ কোম্পানি কর্তৃক এর পাওনাদার রাকিবকে ৭৮৫ টাকার একটি চেক প্রদান করা হলো। কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করার সময় ভুলবশত ৫৭৮ টাকা লেখা হলো। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে। ৪৯. কার দ্বারা প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হয়? ক) প্রাপক খ) প্রস্তুতকারী গ) বাট্টাকারী প্রতিষ্ঠান ঘ) নোটারি পাবলিক ৫০. ২০১৩ সালের ৩০ শে জুন তারিখে মি. নোমানের ব্যবসায়ে ১৫,০০০ টাকা লাভ হলেও তিনি উক্ত তারিখের আগেই ১৭,০০০ টাকা উত্তোলন করেন। মি. নোমানের লাভের অতিরিক্ত উত্তোলনের ফলে- র. ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রম ব্যাহত হবে রর. মূলধন বৃদ্ধি পাবে ররর. মূলধন হ্রাস পাবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (খ) ২. (খ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (ক) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ক) ২২. (ক) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (খ)
×