ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যৌন হয়রানি ॥ আট জাবি শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৪:৪১, ১৮ এপ্রিল ২০১৫

যৌন হয়রানি ॥ আট জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পহেলা বৈশাখের রাতে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীসহ আট শিক্ষার্থীকে বহিষ্কার (সাময়িক) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকেলে উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম নিজ ক্ষমতাবলে এ বহিষ্কার করেন বলে জানা গেছে। আট শিক্ষার্থীকে বহিষ্কার করার কথা নিশ্চিত করে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বলেন আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও আদালতের নির্দেশনা থাকায় কারও নাম প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার সকালে উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক ছাত্রী জাবি ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ, শহীদ সালাম বরকত হল শাখার প্রচার সম্পাদক নাফিজ, ছাত্রলীগকর্মী ইফতি, রাকিব, নুরুল কবীরের বিরুদ্ধে লাঞ্ছিত করার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে প্রশাসন শুক্রবার আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে।
×