ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিপ্লোমেট কাপের ফাইনাল

প্রকাশিত: ০৪:৩৫, ১৮ এপ্রিল ২০১৫

ডিপ্লোমেট কাপের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ‘ডিপ্লোমেট কাপ টেনিস প্রতিযোগিতা’র ফাইনাল খেলা আজ শনিবার বিকেল ৫টায় রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও ফান টেনিস ইভেন্টসমূহ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসে কর্মরত কর্মকর্তারা। প্রতিযোগিতায় পুরুষ এককে ১১, পুরুষ দ্বৈতে ১২ এবং ফান টেনিসে ৬ প্রতিযোগী অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহ হলোÑ বাংলাদেশ, ভুটান, ডেনমার্ক, মিসর, ভারত, জাপান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। আজ খেলা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
×