ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুডো ও হ্যান্ডবল কোচিং ক্যাম্প

প্রকাশিত: ০৪:৩৫, ১৮ এপ্রিল ২০১৫

জুডো ও হ্যান্ডবল  কোচিং ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার জুডো ও হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন জেলা থেকে ৪০ প্রশিক্ষণার্থী অংশ নেন। জুডো প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন জুডো প্রশিক্ষক কামরুন নাহার হীরু, সহকারী প্রশিক্ষক ছিলেন ফারজানা হক এবং হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরণ ও সহকারী প্রশিক্ষক ছিলেন ডালিয়া আক্তার। সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ণ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী হামিদা বেগম এবং স্বাগত ভাষণ প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা।
×