ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ শুরু প্রথম বিভাগ ভলিবল লীগ

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ এপ্রিল ২০১৫

আজ শুরু  প্রথম বিভাগ ভলিবল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লীগ’ শনিবার থেকে শুরু হচ্ছে। লীগ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টায় পল্টন ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও সাবেক কৃতী ভলিবল খেলোয়াড় এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বাবুল ও লীগ কমিটির সম্পাদক কাজী আব্দুল হান্নানসহ অন্য কর্মকর্তা। এবারের লীগে অংশ নিতে যাচ্ছে আট দল। দলগুলো হলোÑ নবজাগরণী সংঘ, ইস্ট এ্যান্ড বয়েজ, সাবলম্বী সোসাইটি, ভাই ভাই সংঘ, উত্তরা এসসি, মাদারটেক মিতালী সংঘ, ইস্ট এ্যান্ড ক্লাব ও শাহবাগ স্পোর্টস ক্লাব। এই লীগ থেকে রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। আর দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রথম বিভাগে খেলার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১০ হাজার এবং রানার্সআপ পাবে ৭ হাজার টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ৬ হাজার টাকা করে। বাকি চার দল প্রত্যেকে পাবে ৫ হাজার টাকা করে। এছাড়া টুর্নামেন্টের দুই সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে।
×