ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলে বোল্ট!

প্রকাশিত: ০৪:৩১, ১৮ এপ্রিল ২০১৫

ব্রাজিলে বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিকের আসর বসবে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরিওতে। তার আগেই বৃহস্পতিবার ব্রাজিল সফরে যান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। আর ব্রাজিল সফরটাকে দারুণ উপভোগ করছেন জ্যামাইকান এই কিংবদন্তি স্প্রিন্টার। ট্র্যাকের রাজা উসাইন বোল্ট বাস্কেটবল কোর্টেও নিজের ঝলক দেখান। ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েদের সঙ্গে ২০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তিনি। শুধু তই নয় এদিন পুরোটা সময়ই দারুণ উপভোগ করা উসাইন বোল্ট ভক্ত-অনুরাগীদেরও সুযোগ দেন নিজের সঙ্গে সেলফি তুলার। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে তিন স্বর্ণপদক জিতে পাদপ্রদীপের আলোয় আসেন ২৮ বছর বয়সী এই জ্যামাইকান। ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও শতভাগ সাফল্য উপহার দেন তিনি। তিন স্বর্ণপদক জিতে নিজেকে কিংবদন্তি এ্যাথলেট হিসেবে ঘোষণা দেন বোল্ট। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা রিও অলিম্পিকেও ধরে রাখার প্রত্যয় ইতিহাসের দ্রুততম মানবের।
×