ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁদপুর-লাকসাম রেলপথ ৬ দফা বন্ধের পর ফের কাজ শুরু

প্রকাশিত: ০৪:০৯, ১৮ এপ্রিল ২০১৫

চাঁদপুর-লাকসাম রেলপথ ৬ দফা বন্ধের পর ফের  কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৭ এপ্রিল ॥ চাঁদপুর-লাকসাম রেলপথের ৫৭ কিলোমিটার এলাকার ১৬৮ কোটি টাকার উন্নয়ন কাজ চার বছরেও শেষ হয়নি। ভারতীয় কালিন্দি কোম্পানির ব্যবস্থাপনায় এ পথের কাজ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৬ বার বন্ধ হয়ে যায়। বর্তমানে ভারতীয় এ ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় রেলপথের কাজ আবারও শুরু হয়েছে। রেলওয়ের উপ-প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ বছরের জুন মাসের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হওয়ার পর ৫৭ কিলোমিটার রেলপথ অতিক্রম করতে যেখানে ২ ঘণ্টা সময় লাগতো, সেখানে মাত্র ৪৫ মিনিট সময় লাগবে। চাঁদপুর লাকসাম রেলপথের উন্নয়নে একনেকে ২০১২ সালে ১৬৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। চাঁদপুর জেলা তথা দক্ষিণ অঞ্চলীয় হাজার হাজার যাত্রী এ পথে প্রতিদিন যাতায়াত করে থাকে। যাত্রীদের যাতায়াতের সুবিধা ও রাজস্ব আয়ের লক্ষ্যে এ পথের উন্নয়নের সিদ্ধান্ত হয়।
×