ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত

প্রকাশিত: ০৪:০৪, ১৮ এপ্রিল ২০১৫

যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত

জনকণ্ঠ ডেস্ক ॥ নানা কর্মসূচীর মধ্যদিয়ে শুক্রবার স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মেহেরপুরের আম্রকাননে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। মেহেরপুর ॥ সকাল সোয়া ১০টায় মুজিবনগর আম্রকাননে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ দলীয় নেতৃবৃন্দ। ১০টা ২০ মিনিটে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন আমির হোসেন আমু। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, মেহেরপুর- আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রমুখ। রাজশাহী ॥ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। একই সময়ে নগরীর লক্ষ্মীপুরে দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝালকাঠি ॥ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ড. মিজানুর রহমান, পৌর মেয়র আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ বায়েজিদ, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ও শিল্পকলা একাডেমির সদস্য-সচিব বক্তব্য রাখেন। ঝিনাইদহ ॥ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন, বাংলাদেশ সরকারের প্রমুখ। মাগুরা ॥ জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের করা হয় । র‌্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন । এরপর জেলা কালেকটরেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ ॥ জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মেজর মোঃ রেজাউল করিমের সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেনÑ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, ফারহানা মির্জা, প্রভাষক রহমতউল্লাহ জুয়েল, শিক্ষক মিয়া মোঃ হানিফ, মোঃ সাইফুর রহমান ও শিক্ষার্থী নওশীন আক্তার। খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় মুজিবনগর সরকার দিবস উপলক্ষে প্রবন্ধ পাঠ করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। ঈশ্বরদী ॥ উপজেলা পরিষদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী বিভাগের মাহজেবিন শিরিন পিয়া, আনিছুন্নবী বিশ্বাস, মকলেছুর রহমান মিন্টু, আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, ফজলুর রহমান ফান্টু। নওগাঁ ॥ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ ॥ জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভযাত্রা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×