ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোমাতঙ্কে ইন্দোনেশীয় বিমানের জরুরী অবতরণ

প্রকাশিত: ০৩:৪৯, ১৮ এপ্রিল ২০১৫

বোমাতঙ্কে ইন্দোনেশীয় বিমানের জরুরী অবতরণ

ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমান শুক্রবার বোমাতঙ্কে জরুরী অবতরণে বাধ্য হয়। বিমানটিতে বোমা হামলা চালানো হবে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে হুমকি দেয়ার পর এই ঘটনা ঘটে। খবর এএফপির। পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র জেএ বারাতা জানান, সাউথ সুলাওয়েসিতে জরুরী অবতরণের পর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সদস্যরা বাটিক এয়ার বিমানটিতে তল্লাশি চালায়। বিমানটিতে এক শ’ ২২ জন যাত্রী ছিল। বিমানটি ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় এ্যাম্বোন নগরী থেকে রওনা দেয়। তিনি আরও জানান, বিমানটি জাকার্তার দিকে রওনা দেয়ার সময় এ্যাম্বোনের একটি এয়ার কন্ট্রোল ট্রাফিককে টেক্সট মেসেজের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়।
×