ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশীকে জিবুতি নেয়া হয়েছে

প্রকাশিত: ০৭:৫৫, ১৭ এপ্রিল ২০১৫

ইয়েমেন থেকে আরও ১৩৬ বাংলাদেশীকে জিবুতি নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে উদ্ধার করে আরও ১৩৬ বাংলাদেশীকে পার্শ্ববর্তী জিবুতিতে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু রয়েছে। গত বুধবার ইয়েমেনের আল হোদেইদা থেকে তাদের উদ্ধার করে বৃহস্পতিবার জিবুতি সমুদ্রবন্দরে পৌঁছে দেয় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ। সেখানে এই বাংলাদেশীদের গ্রহণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপিতে রাতে জানানো হয়, ইয়েমেন থেকে উদ্ধার হয়ে জিবুতিতে যাওয়া এই বাংলাদেশীদের থাকা-খাওয়া ও দেশে ফেরাসহ যাবতীয় দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এই বাংলাদেশীদের আগামী ২০ এপ্রিল ঢাকায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে।
×