ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জরিমানার মুখে...

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ এপ্রিল ২০১৫

জরিমানার মুখে...

সার্চ ইঞ্জিন গুগল বাজারে তার একাধিপত্যকে অপব্যবহার করে নিজেদের পণ্য এবং সেবার প্রসার ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে ইইউ। গুগলকে এখন শত কোটি ডলারের জরিমানা গুণতে হতে পারে যদি না তারা প্রমাণ করতে পারে যে সব প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে তারা সমান সুযোগ দেয়নি। বিবিসি অনলাইন। ক্যান্ডি ক্রাশ খেলে বিপাকে স্মার্টফোনে ক্যান্ডি ক্রাশ নামের একটি গেম অতিরিক্ত খেলার ফলে মার্কিন এক যুবকের বুড়ো আঙ্গুলের একটি টিস্যু ফেটে যায়। তিনি ছয় থেকে আট সপ্তাহ নিয়মিত গেমটি খেলতে থাকেন। এক সময় তাঁর আঙ্গুল অসাড় হয়ে পড়ে। ভিডিও গেম আঙ্গুলের মাংসপেশীর ওপর এমন প্রভাব ফেলে যে, ব্যথায় আঙ্গুল অসাড় হয়ে যায়। ক্রমাগত যারা গেম খেলে তারা ব্যথা অনুভবও করতে পারে না। গবেষকদের মতে, গেম খেলার নেশায় মানুষ তার শারীরিক ব্যথার অনুভূতি হারিয়ে ফেলে। দিনে আধা ঘণ্টার বেশি গেম খেলাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। -ওয়েবসাইট
×