ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে খোলা আকাশের নিচে ক্লাস ॥ ঝড়ে ছাউনি নিয়ে গেছে

প্রকাশিত: ০৬:২১, ১৭ এপ্রিল ২০১৫

নাটোরে খোলা আকাশের নিচে ক্লাস ॥ ঝড়ে ছাউনি নিয়ে গেছে

সংবাদদাতা, নাটোর, ১৬ এপ্রিল ॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী গত ৭ দিন ধরে খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে। এতে করে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই পড়েছে চরম ভোগান্তিতে। ৪ এপ্রিল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের চাল দুমড়ে মুচড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দরজা-জানালা ও বেঞ্চ। ফলে প্রয়োজনীয় শ্রেণীকক্ষের অভাবে ঠিকমত ক্লাস নিতে পারছেন না শিক্ষকরা। ১৯৫৭ সালে বড়াইগ্রাম পৌর শহরের প্রাণকেন্দ্রে স্থাপিত বিদ্যালয়ে বর্তমানে ৮১৪ ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে। কিন্তু কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের তিনটি ক্লাসের চাল ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের ক্লাস অব্যাহত রাখতে নিরুপায় হয়ে বিদ্যালয় মাঠেই ৭ম শ্রেণী, ৮ম শ্রেণী ও ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সোয়া দুইশ’ শিক্ষার্থী খোলা আকাশের নিচে অবস্থান করে। পাশাপাশি প্রচ- রোদে ও গরমে ঠিকমতো লেখাপড়ায় মনোনিবেশ করতে পারছে না বলে জানিয়েছে বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত তিনটি শ্রেণীকক্ষ মেরামত করতে কমপক্ষে দেড় লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন দফতরে আর্থিক সাহায্যে চেয়ে আবেদন করা হলেও এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। শিক্ষার্থীদের কতদিন পর্যন্ত মাঠে বসিয়ে ক্লাস নেয়া হবে, এ ব্যাপারেও তিনি কিছু বলতে পারছেন না। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। জয়পুরহাটে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৬ এপ্রিল ॥ পাঁচবিবি উপজেলার বাগজানা বাসস্ট্যান্ডের কাছে মোবারক আলী ম-লের বাড়িতে বুধবার রাত দুইটার দিকে ২৫-৩০ জনের দেশীয় অস্ত্রধারী একদল ডাকাত ডাকাতি করে যায়। ডাকাত দল ওই বাড়ি থেকে একটি একনলা বন্দুক, ২৫ রাউন্ড গুলি, নগদ ২ লাখ টাকা, ২৫ ভরি সোনার গহনাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশ ওই বাড়িতে গেলে পুলিশের ওপর ডাকাত দল চড়াও হয়। পরে ২ জন পুলিশ গুরুত্বর আহত হয়। জানা গেছে, একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি শুরু করে।
×