ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যান্টিগা টেস্টে চাপে ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৬:১৫, ১৭ এপ্রিল ২০১৫

এ্যান্টিগা টেস্টে চাপে ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যান্টিগা টেস্টে বেশ ভাল অবস্থানে চলে গেছে সফরকারী ইংল্যান্ড। তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৬ রান তুলেছে তারা। এর ফলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২০ রানের লিড নিয়েছে তারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে জেমস ট্রেডওয়েলের ভয়ঙ্কর অফস্পিন দাপটে অলআউট হয়ে যায় ২৯৫ রানে। আগের দিন ৪ উইকেটে ১৫৫ রান নিয়ে খেলতে নামলেও তৃতীয় দিনে শুধু ইংলিশ বোলিংয়ের সামনে একাই লড়েছেন তরুণ জ্যামাইকান জারমেইন ব্ল্যাকউড। তিনি ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে ১১২ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন পর্যন্ত বেশ ভালভাবেই জবাব দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটে ১৫৫ রানে শেষ করেছিল দিন। তখনও উইকেটে ছিলেন অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল, সঙ্গে ২৩ বছরের তরুণ ব্ল্যাকউড। তৃতীয় দিন ভালভাবেই শুরু করেছিলেন দু’জনে। কিন্তু ট্রেডওয়েল আক্রমণে এসে পরিস্থিতি বদলে দিতে শুরু করলেন। তিনি ফিরিয়ে দেন চন্দরপলকে (৪৬)। এপর ব্ল্যাকউড ছাড়া কোন ক্যারিবীয় ব্যাটসম্যানই দাঁড়াতে পারলেন না ট্রেডওয়েলের ঘূর্ণির সামনে। শুধু ইংলিশ বোলররাই উল্লাস করে গেছেন। সেই উল্লাসে কিছুটা বিষাদ আনতে পেরেছেন শুধু ব্ল্যাকউড। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২০ বল খেলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রানে। ক্যারিয়ারসেরা বোলিং করে ট্রেডওয়েল নেন ৪৭ রানে ৪ উইকেট। ২৯৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের প্রথম ইনিংস। ১০৪ রানের লিড নিয়ে ফুরফুরে মেজাজে ইংলিশদের শুরু করতে দেননি পেসার জেরেমি টেইলর। এবারও ব্যর্থ হন দুই ওপেনার অভিজ্ঞ এ্যালিস্টার কুক (১৩) ও জনাথন ট্রট (৪)। দু’জনকেই ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন টেইলর। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়ান বেলও রান আউটের খপ্পরে পড়ে বিদায় নেন মাত্র ১১ রানে। দলীয় ৫২ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। কিন্তু এরপর আর ক্যারিবীয় বোলারদের চড়ে বসতে দেননি গ্যারি ব্যালান্স ও জো রুট। অবিচ্ছিন্ন থেকে তারা দিনশেষ করেন। চতুর্থ উইকেটে ৬৪ রান যোগ করেছেন এ দু’জন। ৩ উইকেটে ১১৬ রান তুলে ২২০ রানের লিড নিয়ে তৃতীয় দিন ভালভাবেই শেষ করেছে ইংল্যান্ড।
×