ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোজগেরে শিশু

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ এপ্রিল ২০১৫

রোজগেরে শিশু

লেখাপড়ার পাশাপাশি শিশু বয়স থেকেই সংসারের কাজে সহায়তা করছে ব"ষ্টি (৯) ও বর্ষা (৬)। মেয়ে দুটোর বাবা রফিকুল ইসলাম একজন জ্বালানি কাঠ বিক্রেতা। বেনারসি শাড়িতে চুমকি বসানোই মেয়ে দুটোর কাজ। এ কাজ করে শাড়িপ্রতি তারা পায় ৫০ টাকা। এই টাকাটি দুই বোন তুলে দেয় তাদের মা রহিমার হাতে। ঢাকার মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় তারা থাকে। সেখান থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×