ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গোপসাগরে ২৮ জেলেসহ ট্রলার অপহরণ

প্রকাশিত: ০৫:৫১, ১৭ এপ্রিল ২০১৫

বঙ্গোপসাগরে ২৮ জেলেসহ ট্রলার অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকুলে ২৮ জেলেসহ এফবি জয়নাল নামে একটি ফিশিং ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোর ৪টায় মাছ আহরণ করে ফেরার পথে সোনাদিয়া উপকূলে এ ঘটনা ঘটে। ট্রলারের মালিক কুতুবদিয়া ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল জানিয়েছেন, ৩০ মাঝি-মাল্লা তার ট্রলারটি নিয়ে রবিবার মাছ ধরতে বঙ্গোপসাগরে যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মাছ ধরে ফিরে আসার সময় সোনাদিয়া উপকুলে এটি ডাকাতের কবলে পড়ে। জলদস্যুরা অস্ত্রের মুখে মাঝি-মাল্লাদের জিম্মি করে নিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে ট্রলারের মাঝি মোহাম্মদ বাদশা ও সোলাইমান সাগরে ঝাঁপ দিয়ে উপকূলে চলে এসে বিষয়টি মুঠোফোনে আমাকে জানায়। মহেশখালী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জানান, মুঠোফোনে বিষয়টি শুনেছেন। তবে এখনও লিখিত অভিযোগ পাননি। এর পরও অপহরণকারীদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাবে।
×