ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্বালানি তেল সরবরাহ নিয়ে সিদ্ধিরগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ ॥ দুই এসআইসহ আহত ১৫

প্রকাশিত: ০৫:৫১, ১৭ এপ্রিল ২০১৫

জ্বালানি তেল সরবরাহ নিয়ে সিদ্ধিরগঞ্জে দু’গ্রুপে সংঘর্ষ ॥ দুই এসআইসহ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ১৬ এপ্রিল ॥ সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্রে করে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে থানার দু’ এসআইসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে গোদনাইলের বার্মাস্ট্যান্ডের পদ্মা অয়েল ডিপো এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গোদনাইলের বার্মাস্ট্যান্ড এলাকার তেল ব্যবসায়ী ও বিএনপি নেতা অকিল উদ্দিন ভূইয়া সঙ্গে আওয়াম লীগ সমর্থক ও অপর তেল ব্যবসায়ী মামুনের সঙ্গে জ্বালানি তেল সরবরাহের ঘটনা নিয়ে প্রথমে বাগবিত-া ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে অকিল উদ্দিন ভূইয়ার ভাই নাজিম ভূইয়া এ ঘটনার প্রতিবাদ জানালে তাকেও মারধর করে মাথা ফাটিয়ে দেয়ে। পরে অকিল উদ্দিন ভূঁইয়া ও মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বলেও স্থানীয় লোকজন জানায়। সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন, এসআই রফিকুল ইসলাম ও কনস্টেবল শংকর কুমার, অকিল উদ্দিন ভূইয়া, নাজিম ভূইয়া, সম্রাট, মামুন, মনির হোসেন ও আবু তাহেরসহ ১৫ জন আহত হয়। আহতদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
×