ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দো বাংলার পর অনিশ্চিত সাউথ এশিয়ান গেমসও!

প্রকাশিত: ০৪:১৩, ১৭ এপ্রিল ২০১৫

ইন্দো বাংলার পর অনিশ্চিত সাউথ এশিয়ান গেমসও!

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দো বাংলা বাংলাদেশ গেমসের পর এবার দক্ষিণ এশিয়ান গেমসও (এসএ গেমস) খেলা হচ্ছে না বাংলাদেশের! আয়োজক ভারতীয় অলিম্পিক এ্যাসোসিয়েশনের অনীহায় ভেস্তে যেতে বসেছে দক্ষিণ এশিয়ায় অন্যতম এই ক্রীড়া আসর। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন সহসভাপতি মিজানুর রহমান জানান এ তথ্য। এ বছর নয়াদিল্লীতে আয়োজনের কথা ছিল গেমসের দ্বাদশ আসর। কদিন আগেও অলিম্পিক এ্যাসোসিয়েশন সরব ছিল ইন্দো বাংলা বাংলাদেশ গেমস আয়োজনে। দুই বাংলার মেলবন্ধনের উদাহরণ এই গেমসের চতুর্থ আসর হওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু তা স্থগিত হয়ে যায় পশ্চিমবঙ্গ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত বদলে। সপ্তাহখানেকের মধ্যে এলো আরও বড় দুঃসংবাদ। বছরের শেষদিকে নয়াদিল্লীতে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ান গেমসের দ্বাদশ আসর। মার্চে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এপ্রিল শেষের পথে। এখনও কোন উদ্যোগ নেই আয়োজকদের পক্ষ থেকে। তাই গেমস হচ্ছে না, সে আভাস বাংলাদেশের সংগঠকদের কণ্ঠে। ইন্দো বাংলা ও এসএ গেমস না হওয়ার এমন দুঃসংবাদে বন্ধ হতে চলেছে বাংলাদেশের এ্যাথলেটদের প্রস্তুতি। ফলে যে কোন দিন ইতি টানা হতে পারে অনুশীলন ক্যাম্পের। ১৯৮৪ সালে গোড়াপত্তনের পর দুই বছর পর পর দক্ষিণ এশিয়ান গেমস আয়োজনের কথা থাকলেও পিছিয়ে যাওয়াটাই এখন যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০১০ এ ঢাকায় সর্বশেষ এ আসরটি অনুষ্ঠিত হয়েছিল।
×