ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লভ্যাংশের চেক পাঠাল সামিট পোর্ট

প্রকাশিত: ০৪:০১, ১৭ এপ্রিল ২০১৫

লভ্যাংশের চেক পাঠাল সামিট পোর্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে দেয়া নিজ নিজ ঠিকানায় ডাকযোগে এ ওয়ারেন্ট পাঠানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৯ এপ্রিল লভ্যাংশের চেক পাঠানো শুরু করেছে কোম্পানিটি। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। বি ক্যাটাগরিতে ফার্স্ট ফাইন্যান্স অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী রবিবার থেকে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। উল্লেখ্য, ফার্স্ট ফিন্যান্স ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×