ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে দুই শতাংশ

প্রকাশিত: ০৬:২০, ১৬ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে সূচক বেড়েছে দুই শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলা নববর্ষের প্রথম কার্যদিবসে দেশে পুঁজিবাজারে সূচক ও লেনদেনের বড় ধরনের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শুরু হয়েছে। বাংলা নববর্ষ, নির্বাচনী আমেজ ও বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের অবরোধের কর্মসূচী থেকে সরে আসার ঘোষণায় দিনটিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ৮৩ ভাগ কোম্পানির দর বেড়েছে। দিনটিতে ডিএসইর প্রধান সূচকটি বেড়েছে প্রায় ২ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে- এমন আশায় ডিএসইতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে বুধবারে ডিএসইতে ৪৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি। মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছিল ৪১২ কোটি টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ২৫১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর। সকালে সূচকের বড় ধরনের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৭০ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন, মবিল যমুনা বাংলাদেশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, গ্রামীণফোন, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস এবং লাফার্জ সুরমা সিমেন্ট। ডিএসইর দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ফনিক্স ফাইন্যান্স, ইমাম বাটন, সিনোবাংলা, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, আরামিট, রূপালী ব্যাংক, প্রগতি লাইফ, বিডি অটোকারস, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড ও আইসিবি সোনালী প্রথম মিউচুয়াল ফান্ড। বুধবার ঢাকার বাজারের মতো চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচকই বেড়েছে। সেখানেও আগের দিনের চেয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সারাদিনে ডিএসইতে মোট ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মবিল যমুনা বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, ইফাদ অটোস ও বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেড।
×