ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিটকে গেলেন শারাপোভা

প্রকাশিত: ০৬:০১, ১৬ এপ্রিল ২০১৫

ছিটকে গেলেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্ভাগ্যই বলতে হয় শারাপোভার। পায়ের ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে ফেড কাপের সেমিফাইনালে খেলতে পারছেন না তিনি। আর রাশিয়ার সোচিতে এই সপ্তাহেই শুরু ফেড কাপের সেমিতে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকার খেলতে না পারার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে রাশিয়ান টেনিস ফেডারেশন। শারাপোভার বিবৃতি দিয়ে ফেডারেশনের প্রেস সার্ভিস থেকে জানানো হয়, ‘ফেডারেশন কাপে খেলার মাধ্যমে সোচিতে ফিরে আসার অপেক্ষায় ছিলাম। যে শহরে বেড়ে উঠেছি সেখানে খেলার এটাই হতো আমার প্রথম অভিজ্ঞতা। কিন্তু শেষ পর্যন্ত সেটাও নিতে পারলাম না। সেমিফাইনালে নিজ দেশের হয়ে খেলার জন্য আমি ব্যক্তিগত সূচীও পরিবর্তন করেছিলাম।’ মিয়ামি ডব্লিউটিএ টুর্নামেন্ট খেলার সময় ইনজুরিতে পেরেছিলেন মারিয়া শারাপোভা। আর সেই চোটের কারণে ফেড কাপের আগে অনুশীলনেও অংশ নিতে পারেননি মহিলা এককে পাঁচ গ্র্যান্ডসøাম টুর্নামেন্টজয়ী শারাপোভা। যে কারণে রাশিয়ান তারকার হতাশাটাও বেড়েছে বহুগুণে। এ বিষয়ে হতাশ শারাপোভা বলেন, ‘দলকে সহযোগিতা করার জন্য আমার ফর্মের শীর্ষে থাকাটা জরুরী ছিল। শক্তিশালী একটি প্রতিপক্ষের বিপক্ষে সেমিফাইনালে আমাদের অবশ্যই নিজেদের সেরাটা খেলতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় নেই।’ ফেডারেশন ছাড়াও ইনজুরির কারণে শারাপোভার দল থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেন রাশিয়ার অধিনায়ক আনাস্তাসিয়া মিসকিনা। এর ফলে ২০১২ অলিম্পিক রৌপ্য পদক জয়ী শারাপোভার স্থানে বদলি খেলোয়াড় হিসেবে খেলবেন ভেলা ভোনারেভার। ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ১৩৭তম অবস্থানে আছেন ভোনারেভার। মাশার চোটই আসলে তার সৌভাগ্যের দরজা খুলে যায়। তবে আসন্ন সেমিফাইনালে শারাপোভাকে ছাড়াই ভাল করার বিষয়ে আশাবাদী মিসকিনা। সে জন্য দলের সবাই নিজের সেরাটা ঢেলে দেয়ার জন্য আহ্বান জানান তিনি। শারাপোভার নাম প্রত্যাহার করার আগ পর্যন্ত রাশিয়াই সুস্পষ্ট ফেবারিট ছিল। রাশিয়ার হয়ে এবার প্রতিনিধিত্ব করবে টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৫তম অবস্থানে থাকা ও দুইবারের গ্র্যান্ডসøামজয়ী সেভেতলানা কুজনেটসোভা, ৩৮তম র‌্যাঙ্কিংয়ে থাকা আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা ও ৭১তম স্থানে থাকা এলনিা ভেসনিনা।
×