ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে টোল আদায় নিয়ে সংঘর্ষ, গুলি প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ এপ্রিল ২০১৫

গাজীপুরে টোল আদায় নিয়ে সংঘর্ষ, গুলি প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৫ এপ্রিল ॥ গাজীপুর অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে বাজার ইজারাদারের লোকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বাজারের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন, অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করেছে। পরে ব্যবসায়ীরা স্থানীয় মার্কেটে এক সাংবাদিক সম্মেলন করেছে। সম্মেলনে উপস্থিত ছিলেনÑ আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ম-ল, সাবেক ছত্রলীগ নেতা এসএম পনির, ব্যবসায়ী নেতা আব্দুল জলিল খন্দকার, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শহীদুল হক সরকার, বাবুল হোসেন, হাজী শাহ আলম খান প্রমুখ। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গাজীপুর মহানগরীর সাইনবোর্ড বাজারটি চলতি বাংলা সনের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন থেকে মোহাম্মদ আলীর মালিকানাধীন ‘প্রিয়জন এন্টারপ্রাইজ’ লিজ প্রাপ্ত হন। পরে তার নিকট থেকে বাজারটি সাব ইজারা নেন স্থানীয় আমিন উদ্দিনসহ কয়েকজন। সাইনবোর্ড এলাকায় খন্দকার মার্কেট, আব্দুর রহমান সুপার মার্কেট, কাজী মার্কেট, আবু সাইদ সুপার মার্কেট, জোবেদা মার্কেট, ঝর্না মার্কেট, সিরাজ উদ্দিন মার্কেটে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। যার সবগুলোই ব্যক্তি মালিকানাধীন। সম্প্রতি সিটি কর্পোরেশন এ সব দোকানের ওপর ইজারা ধার্য করে। টোলের চার্ট তৈরি না করেই মঙ্গলবার বিকেলে ইজারাদারের লোকজন ব্যবসায়ীদের কাছে নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা দাবি করে। এতে ব্যবসায়ীরা অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ইজারাদারের লোকজন ব্যবসায়ীদের ওপর হামলা করে এবং কয়েকটি দোকান ভাংচুর করে। এক পর্যায়ে ব্যবসায়ীরা তাদের প্রতিহত করতে এগিয়ে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীদের ওপর আক্রমণ করে।
×