ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টাক সমাধানের আশা

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ এপ্রিল ২০১৫

টাক সমাধানের আশা

যার মাথায় চুল নেই, সেই বুঝে চুল না থাকার কষ্ট। মাথায় টাক দেখা দিলে চিন্তার অন্ত থাকে না। এইসব লোকদের জন্য সুখবর বয়ে আনছেন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকরা ইদুরের ওপর গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, যদি নির্দিষ্ট ছাঁচে দুইশ, চুল তুলে ফেলা হয় তবে মাথায় নতুন করে গজাবে ১২শ’ চুল। এ্যালোপসিয়া হলো এমন একটি রোগ যাতে আক্রান্ত হলে ব্যক্তির মাথার চুল দ্রুত পড়ে যায়। এই রোগ থেকে মুক্তি মিলবে নির্দিষ্ট ছাঁচে নির্দিষ্ট পরিমাণ চুল তুলে ফেললে। ইঁদুরের ওপর গবেষণা করে গবেষক দলের প্রধান চেং মিং চুয়ং বলেন, এ প্রক্রিয়ার মধ্যে দিয়েই টাক সমস্যার সমাধান করা সম্ভব হবে। চুল তোলার কারণে চুলের গোড়ার ক্ষত যেভাবে পারিপার্শ্বিক অবস্থার ওপর প্রভাব ফেলে, ঠিক একইভাবে এ অবস্থাটিই আবার নতুন চুল গজানোর প্রক্রিয়াকে উদ্দীপিত করতে পারে। এ প্রক্রিয়াকে আরও বেশি চুল গজানের ব্যাপারেও আশাবাদী ছিলেন গবেষকরা। এটি পরীক্ষা করতে তারা একটি ইঁদুরের পিঠ থেকে ভিন্ন ভিন্ন ছাঁচে একের পর এক দুইশ, লোম তুলে নেন। যখন কম ঘনত্বে একটি জায়গা থেকে লোম তুলে নেয়া হয়, তখন দেখা যায় কোন নতুন লোম গজায়নি। কিন্তু বেশি ঘনত্বে লোম তুলে নেয়ার ফলে সেখানে হাজারখানেক নতুন লোম গজাতে দেখতে পান গবেষকরা। এমনকি যেখান থেকে লোম তোলা হয়নি, নতুন লোম গজাতে দেখা যায় সেখানেও। এ প্রক্রিয়াটি এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। যদি বিজ্ঞানীরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন, তাহলে আর টাক নিয়ে ভাবনা থাকবে না। সূত্র- ইন্টারনেট
×