ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মূসক ও শুল্ক আইন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৪:৩০, ১৬ এপ্রিল ২০১৫

মূসক ও শুল্ক আইন বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মূল্য সংযোজন কর সম্পূরক (মূসক) ও শুল্ক আইন-২০১২ সম্পর্কে এক উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার বুধবার পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মাজেদুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কাস্টমস, এক্সাইজ ভ্যাট কমিশনারেট মুজিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নুরুল হুদা আজাদ। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বারের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান শেখ এবং পঞ্চগড় আমদানি ও রফতানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা ও পঞ্চগড় জেলা সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনকে ছাড়িয়ে যাবে ভারত অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনকে ছাড়িয়ে যাবে ভারত। এ সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে হবে ৭.৫ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বরাত দিয়ে বুধবার ভারতের একাধিক সংবাদমাধ্যম এ পূর্বাভাসের কথা জানিয়েছে। আইএমএফ বলেছে, ২০১৪ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭.২ শতাংশ। আগামী দুই বছর অর্থাৎ ২০১৫ ও ২০১৬ সালে এ প্রবৃদ্ধি বেড়ে হবে ৭.৫ শতাংশ। ফলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে। ২০১৫ ও ২০১৬ অর্থবছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে হবে ৬.৮ শতাংশ। সংস্থাটি আরও বলেছে, ভারত ২০১৫ ও ২০১৬ সালে দ্রুত ক্রমবর্ধমান উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৪ সালে ছিল ৭.৪ শতাংশ।
×