ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রকাশনায় নববর্ষ বিষয়ে আপত্তিকর নিবন্ধ

প্রকাশিত: ০৪:২৬, ১৬ এপ্রিল ২০১৫

সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রকাশনায় নববর্ষ বিষয়ে আপত্তিকর নিবন্ধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাংলা নববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রকাশিত ‘বিশাখা’ নামক একটি সাহিত্য সাময়িকীর একটি প্রবন্ধে বাঙালীর সংস্কৃতি এবং নববর্ষ উদযাপন সম্পর্কে বিকৃত ও উগ্র সাম্প্রদায়িক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকাশনায় জনৈক মোঃ জাহিদুর রহমান ‘বাঙালীর নববর্ষ উদযাপন’ শীর্ষক একটি আপত্তিকর বক্তব্য তুলে ধরেছে যা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্মকেও অবমাননা করা হয়েছে। এই লেখার মাধ্যমে সাধারণ মানুষকে পহেলা বৈশাখ উদযাপনে নিরুৎসাহিত করার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার চেষ্টা করা হয়েছে। সর্বোপরি লেখাটি সাতক্ষীরা জেলা প্রশাসনের বৈশাখী আয়োজনের সঙ্গেও সংগতিপূর্ণ নয়। প্রবন্ধটির লেখকের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশ দেয়া হলে মঙ্গলবার বিকেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই লেখককে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত আপত্তিকর লেখার কারণে সম্পূর্ণ সংখ্যাটি বাজেয়াপ্ত করার ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধা কাজি রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকবৃন্দ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জেলা প্রশাসনের প্রকাশনায় উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির লেখা প্রকাশনার নেপথ্যে জড়িতদেরও গ্রেফতারের দাবি জানানো হয়। এ ঘটনায় জড়িত অপরাপর ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে ১৬ এপ্রিল বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়েছে।
×