ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চট্টগ্রামে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি’

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ এপ্রিল ২০১৫

‘চট্টগ্রামে সেনা  মোতায়েনের  মতো পরিস্থিতি  সৃষ্টি হয়নি’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের মতো কোন পরিস্থিতি এখনও চট্টগ্রামে সৃষ্টি হয়নি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে পুলিশ প্রশাসন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সব কিছু চূড়ান্ত হবে আগামী ১৯ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায়। সোমবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে রিটার্নিং অফিসার মোঃ আবদুল বাতেন। নির্বাচনকে সামনে রেখে তার নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সভায় নির্বাচনের জন্য অবাধ ও ভিতিহীন পরিবেশ সৃষ্টি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে রিটার্নিং অফিসার বলেন, চট্টগ্রামে এখনও এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
×