ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জোনাল দাবায় বাংলাদেশের সাফল্য

প্রকাশিত: ০৪:৪৭, ১৪ এপ্রিল ২০১৫

জোনাল দাবায় বাংলাদেশের সাফল্য

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের কাঠমান্ডুতে সদ্যসমাপ্ত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দাবাড়ুরা দারুণ সাফল্য পেয়েছেন। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ওপেন বিভাগে ও মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা চ্যাম্পিয়ন হন। শিরোপা জয় করে জিয়া আগামী সেপ্টেম্বরে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কাপ দাবায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। অপরদিকে লিজা আগামী বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। ওপেন বিভাগে রানারআপ হয়ে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব রৌপ্য ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তৃতীয় হয়ে তাম্রপদক লাভ করেন। মহিলা বিভাগে ফিদেমাস্টার নাজরানা খান ইভা রানারআপ হয়ে রৌপ্য এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় হয়ে তাম্রপদক অর্জন করেন। ইভা ৯ খেলার মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেন এবং মাহমুদা হক চৌধুরী মলি ৫০% ফল করে মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব পান। জোনাল দাবায় যে ছয় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার ছিল তার মধ্যে বাংলাদেশী দাবাড়ুরাই পাঁচ হাজার মার্কিন ডলার বেশি অর্থ পুরস্কার অর্জন করেন। তাদের সাফল্য তুলে ধরার জন্য সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি সৈয়দ শাহাব উদ্দিন শামীম দাবাড়ুদের সাফল্য তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাবা ফেডারেশনের সহসভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, যুগ্ম-সম্পাদক মোরসালিন আহমেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন, মহিলা ফিদেমাস্টার শামীমা আক্তার লিজা, খেলোয়াড় সমিতির পক্ষে সভাপতি এনায়েত হোসেন ও সম্পাদক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
×