ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ॥ এ্যাটলেটিকো-রিয়াল মুখোমুখি আজ

প্রকাশিত: ০৪:৪৭, ১৪ এপ্রিল ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ॥ এ্যাটলেটিকো-রিয়াল মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের (২০১৩-১৪) ফাইনাল মঞ্চের চিত্রায়ন এবার কোয়ার্টার ফাইনালেই দেখা যাচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের চলমান মৌসুমের (২০১৪-১৫) শেষ আটেই মুখোমুখি হওয়ার অপেক্ষায় দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। আজ রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ভিসেন্টে ক্যালডেরনে প্রতিদ্বন্দ্বিতা করবে দল দুটি। শেষ আটের প্রথম লেগের আরেক ম্যাচে আজ রাতে একে অপরের বিরুদ্ধে লড়বে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস ও ফরাসী ক্লাব মোনাকো। গত মৌসুমে ফাইনালে রিয়াল ও এ্যাটলেটিকো একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। এ্যাটলেটিকোকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জয় করে রিয়াল। এবার আগেরবারের হারের প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ পাচ্ছে স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়নরা। রেকর্ড শিরোপা জয় করার পর প্রতিবেশীদের আর হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। লা লিগার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে রিয়ালের সম্প্রতি পারফর্মেন্স অত্যন্ত হতাশার। চলমান মৌসুমে ইতোমধ্যে ছয়বার মুখোমুখি হয়েছে রিয়াল ও এ্যাটলেটিকো। এর মধ্যে চারবারই হার মেনেছেন রোনাল্ডো, বেল, বেনজেমারা। এই ভিসেন্টে ক্যালডেরনেই সর্বশেষ ম্যাচে তো বিধ্বস্ত হতে হয়েছে ৪-০ গোলে। এই মৌসুমে এ্যাটলেটিকো যেন রিয়ালের কাছে দুর্বোধ্য এক নাম। ম্যাচটির আগে তাই ‘প্রতিশোধ’ শব্দই বেশি করে উড়ছে। রিয়ালের টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার মিশন। প্রতিশোধ মিশন এ্যাটলেটিকোরও। গত মৌসুমের ফাইনালে হারের জ্বালা জুড়ানো। ‘মাদ্রিদ ডার্বি’তে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি অবশ্য প্রতিশোধ নিয়ে ভাবছেন না। তিনি বলেন, গত কিছুদিনের ফলাফলের পর আমরা এখন বাড়তি আত্মবিশ্বাসী। আমরা নিশ্চিত এবার ম্যাচটা অন্য রকম হবে। তবে এ্যাটলেটিকোর সঙ্গে সব সময় যেমন হয়, এবারও কঠিন হবে। তিনি আরও বলেন, আমাদের কোন সন্দেহ নেই ম্যাচটা হবে খুবই ঝাঁজাল। আমরা জানি, এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। এবার আগের পুনরাবৃত্তি হবে না বলে বিশ্বাস করছেন রিয়ালের পর্তুগীজ ডিফেন্ডার পেপেও। তিনি বলেন, এটা আমাদের জন্য কঠিন একটি ম্যাচ। তবে ম্যাচটি তাদের জন্যও সহজ হবে না। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এ্যাটলেটিকোর বিরুদ্ধে পূর্বে যেসব ভুল করেছিলাম এবার তার পুনরাবৃত্তি হবে না। আমরা বর্তমানে মানসিকভাবে তাদের থেকে এগিয়ে আছি। তাই ম্যাচেও আমরা নিজেদের সেরাটা দিয়ে জিততে পারব বলে আশাবাদী। লা লিগায় ফর্ম ভাল না হলেও রিয়ালের বিরুদ্ধে বরাবরই সফল এ্যাটলেটিকো। এ কারণে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নিজেদের মাঠে খেলতে নামছে দিয়াগো সিমিওনের দল। আসরের বর্তমান রানার্সআপদের জন্য সুখবর, রিয়ালের বিরুদ্ধে ম্যাচে খেলবেন ক্রোয়েশিয়ান তারকা মারিও মানদুকিচ। পায়ের গোড়ালির ইনজুরির কারণে দলের হয়ে শেষ দু’ম্যাচ খেলতে পারেননি তিনি। স্প্যানিশ লীগে কর্ডোবার বিরুদ্ধে ম্যাচে এ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে ৬২ মিনিটে মাঠ ছাড়েন মানদুকিচ। ফলে চিকিৎসকের পরামর্শে কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাকে। বিশ্রাম শেষে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনও করেছেন ক্রোয়েট তারকা। অনুশীলনে মানদুকিচকে নিবিড় পর্যবেক্ষণ করেন দলের কোচ দিয়াগো সিমিওনে। আর্জেন্টাইন কোচই পরে নিশ্চিত করেছেন, রিয়ালের বিরুদ্ধে খেলবেন তিনি। জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখ ছেড়ে চলতি মৌসুমে এ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন মানদুকিচ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ২০ গোল করেছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
×