ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাঠের চুড়ি

প্রকাশিত: ০৪:৩৪, ১৪ এপ্রিল ২০১৫

কাঠের চুড়ি

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ মানেই রং। বাঙালীরা চৈত্রের শুরুতেই বৈশাখের চিন্তা করতে থাকে। বৈশাখ মানেই মেলা, আর মেলার মধ্যে তরুণীদের প্রধান আকর্ষণ থাকে চুড়ি। তা সে কাঁচের চুড়ি হোক অথবা হালে ফ্যাশনের রঙিন কাঠের বালা। রঙিন ও দৃষ্টিনন্দন কাঠের চুড়ি পরা ডুগডুগি বাজানো সুন্দর হাতের ছবিটি তুলেছেন ঢাবি চারুকলা থেকে জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×