ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে পলাশ হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৪:২৯, ১৪ এপ্রিল ২০১৫

যশোরে পলাশ হত্যা মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা ছাত্রদলেরসহ সভাপতি কবির হোসেন পলাশ হত্যা ও বিস্ফোরক মামলায় ১০ জনকে অভিযুক্ত করে আলাদা চার্জাশট দিয়েছে ডিবি পুলিশ। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ ঘটনায় আলোচিত মাসুদ ও শফিকের অব্যাহতির আবেদন করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলো শহরের ষষ্ঠিতলা পাড়ার মৃত শফি মিয়ার ছেলে তরিকুল ইসলাম, চাঁচড়া রায়পাড়ার মৃত বেলায়েত হোসেনের ছেলে প্রিন্স ওরফে বিহারী প্রিন্স, পূর্ব বারান্দিপাড়া কবরস্থান রোডের আব্দুল করিম ফকিরের ছেলে রাজ্জাক ফকির, গাড়িখানা রোডের মসলেম উদ্দিন ড্রাইভারের ছেলে জাহিদুল ইসলাম ওরফে কালা মানিক, ঘোপ বৌবাজার এলাকার মজিবর শেখের ছেলে রবিউল শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের গাজী জাহিদুর রহমানের ছেলে সজল, সিদ্দিকুর রহমানের ছেলে টুটুল গাজী, বেজপাড়ার টিবি ক্লিনিক এলাকার ফিরোজ আলীর ছেলে ফয়সাল গাজী, রেলগেট পশ্চিমপাড়ার বিল্লাল খানের ছেলে শহিদুল ইসলাম খান ওরফে সাইদুল ও বাঘারপাড়ার বহরমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শহরের ষষ্ঠিতলাপাড়ার ভাড়াটিয়া শহিদুল ইসলাম। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এআই আবুল খায়ের মোল্যা।
×