ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

প্রকাশিত: ০৪:০৯, ১৪ এপ্রিল ২০১৫

ইয়েমেনে সৌদি  জোটের বিমান  হামলা

সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বিমানগুলো সোমবার এডেনের বিদ্রোহী অধিকৃত প্রেসিডেন্ট প্রাসাদসহ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী অবস্থানগুলোর ওপর বোমাবর্ষণ করেছে। এছাড়া বন্দরনগরীতে গুলিতে ৫ জন নিহত হয়েছে। চিকিৎসাকর্মী ও বাসিন্দারা একথা জানান। খবর এএফপির ও আলজাজিরার। দক্ষিণাঞ্চলের প্রধান নগরীর প্রাসাদ কমপ্লেক্স ছিল প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদীর সর্বশেষ আশ্রয়স্থল। এরপর তিনি প্রতিবেশী সৌদি আরব পালিয়ে যান ও ২৬ মার্চ জোটের বিমান হামলা শুরু হয় এবং কমপ্লেক্সটি বার বার বিমান হামলার শিকার হয়। বাসিন্দারা জানান, জোটের বিমানগুলো এডেনের প্রবেশপথে বিদ্রোহী অবস্থান ও চেকপয়েন্টগুলোর ওপর আঘাত হানে। সোমবার ভোর ৬টা পর্যন্ত দফায় দফায় বিমান হামলা চলে বলে বাসিন্দারা জানিয়েছেন। নগরীতে গুলিতে দু’জন বেসামরিক লোক ও হাদী অনুগত তিনজন মিলিশিয়া সদস্য প্রাণ হারায়। শিয়াপন্থী হুতি বিদ্রোহী এবং সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত সেনা ইউনিটে তাদের মিত্ররা রাতে কয়েকটি এলাকায় হাদী সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
×