ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছবি বিক্রি নিয়ে তদন্ত, কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষুব্ধ মমতা

প্রকাশিত: ০৪:০৮, ১৪ এপ্রিল ২০১৫

ছবি বিক্রি নিয়ে তদন্ত, কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষুব্ধ মমতা

সারদা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তৃণমূলের আয়-ব্যয় এবং ছবি বিক্রি নিয়ে খোঁজখবর শুরু করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ছবি বিতর্কে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। রাজ্যে পৌরসভা ভোটের আগে সিবিআই এ প্রসঙ্গ খুঁচিয়ে তোলায় ক্ষুব্ধ হয়েছেন মমতা। এ ধরনের তৎপরতার পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত রয়েছে বলে তিনি দাবি করেছেন। খবর জি নিউজের। তবে রবিবার নির্বাচনী জনসভায় তিনি ক্ষোভের সঙ্গে জানান, আমার আঁকা ছবি আমি হাজার কোটি টাকায় বিক্রি করব। তোমরা হিসাব চাওয়ার কে? চোরদের হিসাব দিতে যাব কেন? আমি ছবি আঁকব, তাতে তোমার ঠাকুরদাদার কী? পশ্চিমবঙ্গে সারদা বিতর্ক সামনে আসতেই মুখ্যমন্ত্রীর আঁকা ছবি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। প্রকাশ্য জনসভায় মমতা বলেছেন, এই পর্যন্ত আমার তিন শ’ ছবি বিক্রি হয়েছে। সারা কলকাতায় আমার বই সবচেয়ে বেশি বিক্রি হয়। ওরা কোন হরিদাস পাল যে, ওদের হিসাব দিতে হবে। আমাদের দলের মুখ বন্ধ করতেই অপপ্রচার করা হচ্ছে। কুৎসা, অপপ্রচারের জবাব দিতেই এই জনসভা। ভোটের আগে রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল- বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, গণতন্ত্রে সন্ত্রাসের জায়গা নেই। ক্ষমতায় থাকলে সিটু অফিস, গণশক্তি অফিস সরিয়ে দিতাম। প্রকাশ্য জনসভা থেকে নিজের ছবির দর ঠিক করে দিলেন তিনি নিজেই। ছবি বিতর্কে বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, তাঁর তুলির তিন আঁচড়েই ছবির দাম ১০ লাখ টাকা হয়ে যায়।
×