ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমরাই বেশি এগিয়ে’

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ এপ্রিল ২০১৫

‘আমরাই বেশি এগিয়ে’

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান বলে গিয়েছিলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমরাই ফেবারিট। পাকিস্তানকে হারানোর এবারই সুযোগ।’ একই কথা রবিবার বললেন বিশ্বকাপে টানা দুই শতক করা মাহমুদুল্লাহ রিয়াদও, ‘পাকিস্তান সিরিজে আমরাই বেশি ফেবারিট।’ কারণ কী? সাকিবও যেমন মনে করেছেন, বিশ্বকাপে দারুণ পারফর্মেন্সে আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং পাকিস্তান যে তরুণ দল নিয়ে আসছে, তাদের বিপক্ষে জেতা খুব বেশিই সম্ভব। ঠিক তেমনটিই মনে করছেন মাহমুদুল্লাহও। রবিবার হাইডেলবার্গ সিমেন্টের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হওয়ার অনুষ্ঠানে মাহমুদুল্লাহ ফেবারিট হওয়ার কারণ জানাতে গিয়ে বলেছেন, ‘বিশ্বকাপে আমাদের দলীয় পারফর্মেন্সই আমাদের ফেবারিট করেছে।’ শুধু ফেবারিট থেকেই মন ভরাতে রাজি নন মাহমুদুল্লাহ। চান সিরিজও জিতে নিতে, ‘এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চাই। সিরিজ জয়ের জন্যই আমরা মাঠে নামব।’ যেখানে ম্যাচ জেতাই পাকিস্তানের বিপক্ষে কঠিন। সেই ১৯৯৯ সালের পর থেকে একটি ম্যাচেও জেতা যায়নি। সেখানে মাহমুদুল্লাহ সিরিজ জয়ের ভাবনাই করছেন। আত্মবিশ্বাস থেকেই এমন ভাবনা কাজ করছে মাহমুদুল্লাহর। আর প্রস্তুতি বিষয়টি বলতে গিয়ে জানান, ‘বিশ্বকাপ শেষে পাকিস্তানের প্রস্তুতি ভালই হচ্ছে। পাকিস্তান সিরিজের অনুশীলন শুরু হয়েছে। বিসিএলের ফাইনালের কারণে আজ (রবিবার) কয়েকজন অনুশীলন করতে পারেনি। কাল (আজ) থেকে সবাইকে নিয়ে পুরোদমে অনুশীলন চলবে।’ বিশ্বকাপে বাংলাদেশ খেলে সেই ১৯৯৯ সাল থেকে। কিন্তু ২০১১ সাল পর্যন্ত চারবার বিশ্বকাপ খেলে কোন শতকের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে সেই অধরা শতকটি ধরা দেয়। এ শতকটি পেয়েই আবার দমে থাকেননি মাহমুদুল্লাহ। টানা দুই ম্যাচে শতক করেছেন! বিশ্বকাপে নিজের পারফর্মেন্স মূল্যায়ন করতে গিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘পাকিস্তান সিরিজেও বিশ্বকাপের পারফর্মেন্স ধরে রাখতে চাই। দলের হয়ে চার নাম্বারে ব্যাটিং করার সুযোগ পেলে বড় ইনিংস খেলার চেষ্টা করব। আসলে আমার ওপর একটি বড় দায়িত্ব আছে। চেষ্টা করব পাকিস্তান সিরিজে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে।’ বিশ্বকাপের পর ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বেড়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে প্রথমবারের মতো জয় দেখতে চায় ভক্ত-সমর্থকরা। আনন্দে ভাসতে চায়। এমন প্রত্যাশা কী আবার চাপ হবে কি না? মাহমুদুল্লাহ মনে করেন, ‘বিশ্বকাপে আমরা যে পারফর্মেন্স দেখিয়েছি সেই পারফর্মেন্স দেখাতে পারলেই ভাল কিছু করা সম্ভব। দেশের মানুষের প্রত্যাশা ক্রিকেটারদের জন্য কোন চাপ হবে না। আমরা নিজেদের মাঠে সেরা পারফর্মেন্স করতে চাই।’ পাকিস্তান দল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পাকিস্তান ভাল দল। কিন্তু এবার নিজেদের মাঠে আমরাই পাকিস্তানের চেয়ে এগিয়ে। তাই নিজেদের মাঠে ফেবারিট দল হিসেবেই মাঠে নামব।’ সঙ্গে টানা দুই সেঞ্চুরি নিয়ে মনের ভেতর লুকানো কথাও বলেন মাহমুদুল্লাহ, ‘বিশ্বকাপের সেই দুটি সেঞ্চুরির কথা সবসময় মনে থাকবে।’ অবশ্য এ দুই সেঞ্চুরির হাওয়ায় ভাসতে রাজি নন এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান, ‘তবে সেটা এখন অতীত হয়েছে। আমার লক্ষ্য ক্রিকেট খেলা। সামনের পাকিস্তান সিরিজেই বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশের জন্য জাতীয় দলের হয়ে অনেক দিন ভাল কিছু করতে চাই।’
×