ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেঙ্গালুরু-হায়দরাবাদ মুখোমুখি আজ

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ এপ্রিল ২০১৫

বেঙ্গালুরু-হায়দরাবাদ মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লাইনআপ দেখেছেন? মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবারের আইপিএলে সবচেয়ে সমৃদ্ধ দল। বিশেষ করে ব্যাটিংয়ে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আছেন এবি ডিভিলিয়ার্স, রাইলি রুশো, ড্যারেন সামি, দিনেশ কার্তিক! প্রত্যেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এত তারার ভিড়ে একজনকে আলাদা করে রাখতে হয়। তিনি ক্রিস গেইল। নিজের দিনে জ্যামাইকান ব্যাটিং-দৈত্য কী করতে পারেন, সেটি সবারই জানা। আগের ম্যাচে যিনি কলকাতা নাইট রাইডার্সকে একাই হারিয়ে দিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ তাই বিশেষ দৃষ্টি থাকবে গেইলের দিকে। জবাব দিতে প্রতিপক্ষ শিবিরে বড় নাম ডেভিড ওয়ার্নার। ব্যাঙ্গালুরুরে এম চিন্মাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। গেইল যেন বিদেশ বিভূঁয়ে টি২০’র ক্রিকেটার! বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাঝে বেশ কিছুদিন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাইরে ছিলেন। প্রত্যাবর্তনে আর্তউপলব্ধি হয়েছিল, বলেছিলেন, দেশ আগে তারপর অন্য সব। বিশ্বকাপে এক ডাবল সেঞ্চুরির ইনিংসটি বাদ দিলে নামের প্রতি সুবিচার করতে পারেননি। আজ থেকে ঘরের মাটিতে সঙ্কটে জেরবার ক্যারিবিয়রা যখন ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার টেস্ট সিরিজে নামছে, গেইল তখন আইপিএল মাতাচ্ছেন! দেদার টাকা কামাচ্ছেন!! সেটি ভিন্ন বিষয়, শনিবার ইডেন গার্ডেন্সে অবশ্য গেইলকে ফর্মে ফিরতে সাহায্য করেছেন কেকেআর ফিল্ডাররা। স্পষ্ট করে বললেন মরনে মরকেল দুটি সহজ ক্যাচ ছাড়লে দলকে তার খেসারত দিতে হয়। দু-দুটি জীবন পেয়ে রুদ্রমূর্তিতে আবির্ভূত হন গেইল। ৫৬ বলে ৭ চার ও ৭ ছক্কায় খেলেন ৯৬ রানের দুরন্ত ইনিংস। ১৯ ওভারে ১৭৯ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। সঙ্গে কোহলি-ডি ভিলিয়ার্সরা জ্বলে উঠলে মহাবিপদে পড়বে হায়দরাবাদ। বল হাতে দলটির শন এ্যাবট ও বরুণ এ্যারন। আছেন সামি ও আবু নেছাম। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৪৫ রানে বড় ব্যবধানে হারা হায়দরাবাদের হয়ে চ্যালেঞ্জ নিতে মূল দায়িত্ব অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরই। দারুণ বিশ্বকাপ কাটানো অসি তারকা আগের ম্যাচে খেলেন ৪২ বলে ৫৩ রানের চমৎকার ইনিংস। ফ্র্যাঞ্জাইজিটিতে বিদেশী তারকার কমতি নেই। আছেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, ডেল স্টেইন, ময়েসিস হেনরিকস, ইয়ন মরগান, রবি বোপারা। স্থানীদের মধ্যে ব্যাটসম্যান শিখর ধাওয়ান, নামান ওঝা, করণ শর্মা, পারফেজ রসুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন। তবে প্রথম জয় পেতে তাদের আজ সামর্থ্যরে বেশিই দিতে হবে। কারণ প্রতিপক্ষ কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের বেঙ্গালুরু! বিষয়টা স্বীকার করেন হায়দরাবাদ অধিনায়ক। ওয়ার্নার বলেন, ‘চেন্নাইর বিপক্ষে প্রথম ম্যাচে আমরা মোটেই ভাল বোলিং করিনি। ওরা ২শ’র ওপরে রান তুলে শুরুতেই আমাদের ওপর চাপ তৈরি করেছে। এরপর আমাদের ব্যাটিংও প্রত্যাশিত হয়নি।
×