ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোন চাপ অনুভব করছি না

প্রকাশিত: ০৬:৩২, ১৩ এপ্রিল ২০১৫

কোন চাপ অনুভব করছি না

স্পোর্টস রিপোর্টার ॥ চারদিন আগে ৮ এপ্রিল যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করা হলো। সেদিন রনি তালুকদার জানিয়েছিলেন, ‘আমার দলে ঢোকার সংবাদ শুনে মা কাঁদছেন। তবে আমার বাবাকে নিয়েই বেশি খারাপ লাগছে। ক’দিন আগেই বাবা মারা গেছেন। যদি বাবা থাকতেন!’ রনি’র কণ্ঠে তখন আর কথা বের হয় না। কাঁপতে থাকেন রনি নিজেও। এখন সেই রনি সবকিছু সামলে নিয়ে শুধু ভবিষ্যতের কথাই ভাবছেন। রবিবার জাতীয় দলের হয়ে প্রথমদিনের অনুশীলন করেই বলে দিলেন, ‘এনজয় করছি।’ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগে হবে। এ জন্য বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) হয়। যেন ক্রিকেটাররা সিরিজে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে পারেন। এ জন্য লীগই খেলা হয় জাতীয় দলের ক্রিকেটারদের। অনুশীলন বলতে লীগ খেলাই। ফাইনাল ম্যাচ দিয়ে লীগ শেষ হয় রবিবার। আজ সব ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করবেন। তবে বিসিএল ফাইনালে যে ক্রিকেটাররা ছিলেন না তাদের মধ্যে রনি তালুকদার, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাসকিন আহমেদ অনুশীলন করেন। সাকিব ভারতে থাকায় অনুশীলন করেননি। আর মাশরাফিও অনুশীলন করেননি। অনুশীলন শেষ হতেই প্রথমবারের মতো জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া রনি তালুকদার সাংবাদিকদের মুখোমুখি হন। শুরুতেই বলে দেন, ‘শুরুতে খুব উত্তেজিত ছিলাম। প্রথমদিনের অনুশীলন। কেমন হবে। এসে দেখলাম যে সবাই এখানে পরিচিত। খেলোয়াড়রা যারা আছেন, উনাদের সঙ্গে অনেকদিন ধরেই খেলছি। দীর্ঘ ৬-৭ বছর ধরে পরিচিত। উনাদের সঙ্গেও খেলেছি। উনাদের তত্ত্বাবধানেও খেলেছি। খুব ভাল লাগছে। কোন চাপ অনুভব করছি না। সবাই সাপোর্ট করছে। এনজয় করছি অনুশীলনটা।’ আজ একদিন অনুশীলন শেষেই একদিন (পহেলা বৈশাখে) বিরতি দিয়ে বুধবার বিসিবি একাদশে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান দল এসে পড়ছে আজই। প্রস্তুতি ম্যাচ খেলে একদিন অনুশীলন করেই ওয়ানডে সিরিজ খেলতে নেমে পড়তে হবে। ১৭ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। যে ম্যাচে রনি তালুকদারের ওয়ানডে অভিষেক হয়ে যাবে। রনি তা নিয়ে আগেই চিন্তার কথা জানিয়েছেন, ‘অনেক কঠিন দায়িত্ব। সেই দায়িত্ব চাই যথাযথভাবে পালন করতে। যেহেতু সুযোগ পেয়েছি। সুযোগটি কাজে লাগাতে চাই।’ আর রবিবার অনুশীলনে কিভাবে ব্যাটিং করলেন এবং ম্যাচে কী করার স্বপ্ন তা বললেন, ‘যেভাবে খেলি, সেভাবেই খেলার চেষ্টা করেছি। আমার জোনে যে খেলা আছে সেগুলোই খেলেছি। শর্ট বল একটু ভাল খেলি। স্কয়ার করার চেষ্টা করছি। আমি লীগগুলোতে যেভাবে ব্যাটিং করেছি, সেভাবেই ব্যাটিং করতে চাই। খেলার ভেতর ঝুঁকি থাকবেই। আউট হওয়ার জন্য একটা বলই যথেষ্ট। এখানে টিকে থাকতে হলে অবশ্যই রান করতে হবে। রান করার জন্য যা আছে তা কাজে লাগাতে হবে।’ তবে পাকিস্তান দলে যে ওয়াহাব রিয়াজের মতো পেসাররা আছেন, তাদের সামলাবেন কিভাবে? রনি জানালেন, ‘সামনে যে অনুশীলন ম্যাচ আছে, সেটাতে ওদের দেখা হবে। আশা করি অনুশীলন ম্যাচে ওদের গতি দেখতে হবে। কিভাবে বল করে দেখতে হবে। যেহেতু আমি নতুন, সিনিয়রদের সঙ্গে কথা বলে; হার্ডওয়ার্ক করে চেষ্টা করব ভাল খেলার। কোচরাও খুব সমর্থন দিচ্ছে আমাকে। রুয়ানের (কালপাগে) সঙ্গে আমার পরিচয় একাডেমি থেকেই। রুয়ানসহ সবাই ভাল সমর্থন দিচ্ছে।’
×