ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯, ১৩ এপ্রিল ২০১৫

পটিয়ায় ইউপি  চেয়ারম্যানের বিরুদ্ধে  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১২ এপ্রিল ॥ সরকারী বরাদ্দ বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ তুলে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদের বিরুদ্ধে পরিষদের পুরুষ ও মহিলা সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন বরাবরে রবিবার লিখিত অভিযোগ করেছেন। ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শাহাদাত হোসেন সবুজ, আবদুর রউফ, মাহাবুবুর রহমান, আবদুল মোতালেব, নুরুল হক, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, দেবপ্রিয় বড়ুয়া, বিলকিস আকতার, নারগিস আক্তার এই লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে বলেন, ২০১৩-২০১৪ অর্থবছরে ১% থেকে ইউনিয়ন পরিষদের জন্য ফটোকপি মেশিন ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে। তাছাড়া ইউপি সদস্যদের অজান্তে উপজেলা পরিষদের রাজস্ব অর্থ থেকে চেয়ারম্যানের বাড়ির রাস্তা, মসজিদ, স্কুল, পুকুর ঘাট নির্মাণ করেছে। সরকারী সকল বরাদ্দ স্থগিতপূর্বক পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরাদ্দ বন্টনের দাবি জানান। ইউপি সদস্যদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ বলেন, ফটো মেশিনের টাকা আত্মসাতের বিষয়টি সঠিক নয়। চেয়ারম্যানের দাবি, ইউপি সদস্যদের যেসব বরাদ্দ দেয়া হয়েছিল তারা শতকরা ৫০ ভাগ কাজ করেননি।
×