ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু ॥ উত্তেজনা

প্রকাশিত: ০৬:২৭, ১৩ এপ্রিল ২০১৫

কুমিল্লায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু ॥  উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ এপ্রিল ॥ কুমিল্লায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় গুরুতর আহত সাইফুল ইসলাম রবিবার সকালে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত সাইফুল নগরীর গোবিন্দপুর এলাকার নুরুল হুদা ওরফে কালু মিয়ার পুত্র এবং তিনি কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি। সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ মৃত্যুর ঘটনায় নগরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী সম্মেলন উপলক্ষে শনিবার কুমিল্লায় আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে সম্মেলন শেষ করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ ৪৫ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড গ্যাসগান ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×