ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাকিং রুখবে স্নোডেনের পাসফ্রেজেস

প্রকাশিত: ০৬:১৪, ১৩ এপ্রিল ২০১৫

হ্যাকিং রুখবে স্নোডেনের পাসফ্রেজেস

আমাদের জীবনে মানে তথ্যপ্রযুক্তির যুগে পাসওয়ার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এই পাসওয়ার্ড বিভিন্ন সময়ে হ্যাকারদের কবলে পড়ে তথ্য চুরি হয়ে যায়। তাই সংক্ষিপ্ত পাসওয়ার্ডের চেয়ে বিস্তারিত পাসওয়ার্ড ব্যবহার করা উচিতÑ এ কথা সবাই জানেন। এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের হ্যাকার। ২০১৩ সালের জুনে গণমাধ্যমে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির তথ্য ফাঁস করেন তিনি। বিভিন্ন ধরনের তথ্য ফাঁস করে বিশ্ব গণমাধ্যমে আলোচিত হন। বিশ্বের আলোচিত যুক্তরাষ্ট্রের এ হ্যাকার, এডওয়ার্ড স্নোডেন জানিয়েছেন বিস্তাারিত পাসওয়ার্ড কি ধরনের হবে। স্নোডেনের মতে, পাসফ্রেজেস ব্যবহার করার কথা অনেকটা নিরাপদ। পাসফ্রেজেস ব্যবহারের ফলে পরিবার ও বন্ধুসহ নিজের তথ্য সহজে গোপন রাখা সম্ভব হবে বলে স্নোডেন মনে করেন। এই পদ্ধতি কিভাবে তথ্য নিরাপদ রাখে বা রাখে না এ বিষয়েও তিনি জানান। কিন্তু স্নোডেন ব্যাপক নজরদারিতে থাকায় পাসফ্রেজেসের গুরুত্ব সম্পর্কে বললেও এটি কিভাবে ব্যবহার করতে হবেÑ এ ব্যাপারে বিস্তারিত বলেনি। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে বিশৃঙ্খলা দূর করতে যে কয়টি পদ্ধতি রয়েছে তার মধ্যে পিএসএ অন্যতম বলে জানান তিনি। সূত্র: ফক্স নিউজ
×