ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:১১, ১৩ এপ্রিল ২০১৫

নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া

বিশেষ প্রতিনিধি ॥ টানা ৯২ দিনের ভয়াল নাশকতা-সহিংসতায় সৃষ্ট তিক্ত অভিজ্ঞতায় দেখা-সাক্ষাত কিংবা নিজেদের মধ্যে কোন কথা না হলেও রবিবার একে অপরকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম রবিবার বিকেল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন বলে খুরশিদ উল আলম জনকণ্ঠকে জানান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষের কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকেও। এদিকে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কার্ড পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানান। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আবদুস সাত্তার গণভবনে শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দিয়েছেন। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
×