ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়েমেন নিয়ে পাকিস্তানের অস্পষ্ট অবস্থান, আরব আমিরাতে সমালোচনা

প্রকাশিত: ০৫:৫০, ১৩ এপ্রিল ২০১৫

ইয়েমেন নিয়ে পাকিস্তানের অস্পষ্ট অবস্থান, আরব আমিরাতে সমালোচনা

ইয়েমেন সংঘাতে না জড়িয়ে পাকিস্তানি পার্লামেন্টের নিরপেক্ষ থাকার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আনোয়ার মোহাম্মদ গারগাশ বলেছেন, পাকিস্তান ও তুরস্কের অস্পষ্ট ও পরস্পরবিরোধী অবস্থানে এটা চরমভাবে প্রমাণিত হয়েছে যে, লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত আরবদের নিরাপত্তার দায়িত্ব শুধু আরব দেশগুলোরই, অন্য কারো নয়। শনিবার আরব আমিরাতের সংবাদপত্র খালিজ টাইমসের বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন। সংবাদপত্রটিতে উদ্ধৃত বক্তব্যে গারগাশ পাকিস্তানকে তার পরস্পরবিরোধী অবস্থানের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, ছয় জাতির উপসাগরীয় সহযোগীতা কাউন্সিলের সঙ্গে কৌশলগত সম্পর্কের বিবেচনায় পাকিস্তানের পরিষ্কার অবস্থান নেয়া উচিত। পাকিস্তানি পার্লামেন্টে ইয়েমেন সংঘাতে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত পাস হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই এক্যুইটে গারগাশ বলেছেন, উপসাগরীয় আরব দেশগুলো বিপজ্জনক একটি সংঘর্ষের মধ্যে আছে। কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মুখে এই কঠিন সময়েই বের হয়ে আসছে কে প্রকৃত মিত্র আর কে শুধু গণমাধ্যমের প্রচারণা ও বিবৃতির মিত্র।
×