ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম প্রান্তিকে ব্যাটবিসির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ এপ্রিল ২০১৫

প্রথম প্রান্তিকে ব্যাটবিসির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এ’ ক্যাটাগরির ব্যাটবিসির প্রথম প্রান্তিকে (জানুয়ারি ’১৫-মার্চ ’১৫) মুনাফা বেড়েছে। আলোচিত প্রান্তিকে এ কোম্পানির মুনাফা বেড়েছে ৫৪ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯.১৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, প্রথম প্রান্তিকে ব্যাটবিসির মুনাফা হয়েছে ১৭৯ কোটি ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১২৪ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। উল্লেখ্য, সম্প্রতি কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫৫০ শতাংশ নগদ দেয়ার ঘোষণা দিয়েছে। রবিবার এই কোম্পানির শেয়ার দর ১.৩০ শতাংশ বা ৩৯ টাকা কমে সর্বশেষ ২ হাজার ৯৬০ টাকায় লেনদেন হয়।
×