ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে স্বস্তি মিলছে না

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ এপ্রিল ২০১৫

পুুঁজিবাজারে স্বস্তি মিলছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোনভাবেই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বস্তি মিলছে না। এক দিনে সামান্য সূচকের বৃদ্ধি ঘটে তো পাঁচ দিনে দরপতন ঘটে, এভাবেই চলছে পুঁজিবাজারে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারও এটির কোন ব্যতিক্রম ছিল না। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের নতুন সংস্করণ চালুর প্রথম দিনেই হোঁচট খেয়েছে সূচক ও লেনদেনে। বাজারটির সব সূচকই দিনটিতে কমেছে প্রায় ১ শতাংশ করে। ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই প্রবণতা দেখা গেছে। নতুন ওয়েবসাইট চালুর দিনে সকালে লেনদেনের মন্দাবস্থা দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিন সূচকের ওঠানামা দিয়ে চলার পরে পুরোদিনে সেখানে ২৮৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৭৮ কোটি টাকা বা ২১ দশমিক ২৫ শতাংশ কম। গত বৃহস্পতিবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৬৮ লাখ টাকা। এদিন ডিএসইতে হাত বদলে অংশ নিয়েছে মোট ২৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩০৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৬ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৫৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এমজেএল বাংলাদেশ, ইফাদ অটোস, এসিআই লিমিটেড, শাশা ডেনিমস, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বঙ্গজ এবং বেক্সিমকো ফার্মা। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, প্রগেসিভ লাইফ, বিডি থাই, কেয়া কসমেটিকস ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। রবিবারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস, মবিল যমুনা, মোজাফফর হোসেন স্পিনিং, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড।
×