ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস ও এনএভি বেড়েছে

প্রকাশিত: ০৬:২৬, ১২ এপ্রিল ২০১৫

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস ও এনএভি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও নিট এ্যাসেট ভ্যালু (এনএভি) দুটোই বেড়েছে। আলোচ্য বছরে কোম্পানির ইপিএস বেড়েছে ১৭ শতাংশ আর এনএভি বেড়েছে প্রায় ২ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালাচোনা করলে এ তথ্য বেরিয়ে আসে। জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫১ পয়সা। ২০১৩ সালে এই কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা। এদিকে, শেষ হওয়া হিসাব বছরে কোম্পানি এনএভি করেছে ১৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানির এনএভি ছিল ১৫ টাকা ৭৯ পয়সা। তবে আলোচ্য বছরে কোম্পানির লভ্যাংশ আগের মতোই রয়েছে।
×