ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘমেয়াদে ‘এ+’ অবস্থানে আরএসআরএম স্টিল

প্রকাশিত: ০৬:২৬, ১২ এপ্রিল ২০১৫

দীর্ঘমেয়াদে ‘এ+’ অবস্থানে আরএসআরএম স্টিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএসআরএম স্টিলসের অবস্থান দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘ইসিআরএল-২’। যার অর্থ ঋণ ঝুঁকি ক্ষমতায় শক্তিশালী অবস্থানে রয়েছে এ কোম্পানি। কোম্পানিটির ৩০ জুন ২০১৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইমার্জিন ক্রেডিট রেটিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রকৌশল খাতের কোম্পানিটি ২০১৪ সালে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির করপরবর্তী নিট মুনাফা হয় ১৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ২৪ পয়সা। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৫১ টাকা ৪০ পয়সা। ছয় মাসে এর সর্বনিম্ন দর ৪৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ৮৪ টাকা ১০ পয়সা। সর্বশেষ প্রকাশিত প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এর করপরবর্তী নিট মুনাফার পরিমাণ ১২ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস ২ টাকা ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা এবং ১ টাকা ২৯ পয়সা।\
×