ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দরিদ্রদের চিকিৎসাসেবায় বেসরকারী উদ্যোক্তারা এগিয়ে আসুন ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৮, ১২ এপ্রিল ২০১৫

দরিদ্রদের চিকিৎসাসেবায় বেসরকারী উদ্যোক্তারা  এগিয়ে আসুন ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা সঠিকভাবে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কোন কমতি নেই। কিন্তু বিপুল জনগোষ্ঠী অধ্যুষিত দেশে সরকারের একার পক্ষে জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই বেসরকারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। শনিবার রাজধানীর হোটেল রেডিসনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে করণীয় বিষয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারী গবেষণা সংস্থা পাওয়ার এ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন পিপিআরসির নির্বাহী সভাপতি ড. হোসেন জিল্লুর রহমান।
×