ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি

প্রকাশিত: ০৫:৫৭, ১২ এপ্রিল ২০১৫

এবার কাউন্সিলর প্রার্থীদের  নাম ঘোষণা করল  বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ মেয়র প্রার্থীর পাশাপাশি এবার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দলের পক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষে শুক্রবার রাতে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ ও শওকত মাহমুদ। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ ওয়ার্ডে একজন করে কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১২ আসনের একজন করে মহিলা কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণের ৫৭ ওয়ার্ড ও ১৯ সংরক্ষিত ওয়ার্ডেও একজন করে কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে ঢাকা উত্তরে মেয়র পদে তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাসকে সমর্থন দেয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে যাদের সমর্থন দেয়া হয়েছে তারা হচ্ছেন মোস্তাফিজুর রহমান সেগুন ওয়ার্ড-১, মোঃ সাজ্জাদ হোসেন ওয়ার্ড-২, কাজী আলী ইমাম আসাদ ওয়ার্ড-৩, সাব্বির দেওয়ান জনি ওয়ার্ড-৪, মোঃ আনোয়ার হোসেন ওয়ার্ড-৫, মাহফুজ হোসাইন খান সুমন ওয়ার্ড-৬, রবিউল আউয়াল সোহেল ওয়ার্ড-৭, ফেরদৌসী আহমেদ মিষ্টি ওয়ার্ড-৮, ডাঃ মোঃ বদিউজ্জামান ওয়ার্ড-৯, মোঃ মাসুদ খান ওয়ার্ড-১০, এএলএম কাওসার আহম্মদ ওয়ার্ড-১১, মুক্তিযোদ্ধা মোঃ বাবুল আক্তার ওয়ার্ড-১২, মোঃ আব্দুল মতিন ওয়ার্ড-১৩, আক্তার হোসেন জিল্লু ওয়ার্ড-১৪, অধ্যক্ষ মোঃ লিয়াকত আলী ওয়ার্ড-১৫, আলহাজ সৈয়দ একরাম হোসেন বাবুল ওয়ার্ড-১৬, মোঃ শাহিনুর আলম ওয়ার্ড-১৭, ইঞ্জিনিয়ার কাজী আবদুল লতিফ ওয়ার্ড-১৮, ফারুক হোসেন ভূইয়া ওয়ার্ড-১৯, মোঃ হাবিব উল্লাহ হবি ওয়ার্ড-২০, এজিএম সামছুল হক সামসু ওয়ার্ড-২১, ফয়েজ আহমেদ ওয়ার্ড-২২, আবুল মেছের ওয়ার্ড-২৩, মাহমুদুল আলম মন্টু ওয়ার্ড-২৪, সাইফুল আলম কাজল ওয়ার্ড-২৫, আনোয়ারুজ্জামান আনোয়ার ওয়ার্ড-২৭, প্রিন্সিপাল আঃ সাত্তার ওয়ার্ড-২৮, মোঃ এনায়েতুল হাফিজ ওয়ার্ড-২৯, আবুল হাসেম হাসু ওয়ার্ড-৩০, ফরিদ উদ্দিন ফরহাদ ওয়ার্ড-৩১, আতিকুল ইসলাম মতিন ওয়ার্ড-৩২, সাহবুদ্দিন মুন্না ওয়ার্ড-৩৩, মোঃ ওসমান গনি শাহজাহান ওয়ার্ড-৩৪, শেখ আমির হোসেন আমির ওয়ার্ড-৩৫, সাজেদা আলী হেলেন ওয়ার্ড-৩৬। ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী পরে জানানো হরেব বলে উল্লেখ করা হয়। এছাড়া এ সিটির সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মধ্যে রয়েছে সালেহা আক্তার ওয়ার্ড-১, ১৭, ১৮, আমেনা খাতুন ওয়ার্ড-৪, ১৫, ১৬, মেহেরুন্নেছা ওয়ার্ড- ২, ৩, ৫, মিলি জাকারিয়া ওয়ার্ড- ৬, ৭, ৮, নাজমা কবির ওয়ার্ড- ৯, ১০, ১১, রুনা আক্তার ওয়ার্ড- ১২, ১৩, ১৪, তাহমিনা শাহীন ওয়ার্ড-১৯, ২০, ২১, আলেয়া বেগম মনি ওয়ার্ড-২৪, ২৫, ৩৫, রোকেয়া সুলতানা তামান্না ওয়ার্ড-২৬, ২৭, ২৮, ফারহানা ইয়াসমিন আতিকা ওয়ার্ড-২৯, ৩০, ৩২, আনোয়ারা বেগম ওয়ার্ড-৩১, ৩৩, ৩৪। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীর মধ্যে রয়েছে হুমায়ুন কবির ওয়ার্ড-১, হাবিবা চৌধুরী বিথি ওয়ার্ড-২, আবুল হোসেন ওয়ার্ড-৩, মোঃ গোলাম হোসেন ওয়ার্ড-৪, মোঃ হামিদুল হক ওয়ার্ড-৫, মোঃ শামছুল হুদা ওয়ার্ড-৬, মোঃ শামছুল হুদা কাজল ওয়ার্ড-৭, ইসমাইল হোসেন ওয়ার্ড-৮, মকবুল আহমেদ আকন্দ ওয়ার্ড-৯, মোঃ হারুনুর রশিদ ওয়ার্ড-১০, মোঃ দেলোয়ার হোসেন দেলু ওয়ার্ড-১১, ফজলে রুবাইয়াত পাপ্পু ওয়ার্ড-১২, মোঃ লোকমান হোসেন ফকির ওয়ার্ড-১৩, মোঃ রফিকুল হক ওয়ার্ড-১৪, সিরাজুল ইসলাম ওয়ার্ড-১৬, সাইদুর রহমান ওয়ার্ড-১৭, মোঃ জাহাঙ্গীর হোসেন ওয়ার্ড-১৮, মোঃ আরিফুল ইসলাম আরিফ ওয়ার্ড-১৯, খাজা হাবিবুল্লাহ হাবিব ওয়ার্ড-২১, সাঈদ হোসেন সোহেল ওয়ার্ড-২৩, হাজী আলতাফ হোসেন ওয়ার্ড-২৫, মীর আশরাফ আলী আজম ওয়ার্ড-২৬, সাইদা মোর্শেদ ওয়ার্ড-২৭, উম্মে খাদিজা পারভেজ ওয়ার্ড-২৮, শফিকুল ইসলাম রাসেল ওয়ার্ড-২৯, হাজী মোঃ আব্দুর রাজ্জাক ওয়ার্ড-৩০, মোঃ রফিকুল ইসলাম রাসেল ওয়ার্ড-৩১, ইমরানুল ইসলাম ওয়ার্ড-৩২, মোঃ মোহন ওয়ার্ড-৩৩, মোঃ মামুন ওয়ার্ড-৩৪, ইয়াকুব সরকার ওয়ার্ড-৩৫, এবিএম পারভেজ রেজা ওয়ার্ড-৩৭, মেহেরুন্নেছা ওয়ার্ড-৩৮, মকবুল ইসলাম খান টিপু ওয়ার্ড-৪০, মোঃ লিয়াকত আলী ওয়ার্ড-৪১, মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ওয়ার্ড-৪৩, মোঃ আব্দুস শাহেদ মন্টু ওয়ার্ড-৪৪, আবদুল কাদির ওয়ার্ড-৪৫, মোঃ ফারুক ওয়ার্ড-৪৬, কাজী মাহাবুব মওলা হিমেল ওয়ার্ড-৪৭, আতিকুল্লাহ আতিক ওয়ার্ড-৪৮, রাইছেল হাসান হবি ওয়ার্ড-৫০, নাজির আহমেদ মিয়া ওয়ার্ড-৫১, বাদল রানা ওয়ার্ড-৫২, মোঃ মীর হোসেন মীরু ওয়ার্ড-৫৩, হাজী মোঃ শহিদুল্লাহ ওয়ার্ড-৫৫, হাজী আব্দুল বাতেন ওয়ার্ড-৫৬, মোঃ রাসেল আলম কে ৫৭ ওয়ার্ড দেয়া হয়েছে। এছাড়া ১৫, ২০, ২২, ২৪, ৩৯, ৪২, ৪৯ ও ৫৪ নম্বর ওয়ার্ডে পরে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ সিটি সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে বিএনপির পক্ষ থেকে শামীমা আক্তার সোমা ওয়ার্ড-২, ৩, ৪, হোসনে আরা চৌধুরী ওয়ার্ড-৫, ৬, ৭, হোসনে আরা বেগম ওয়ার্ড-৮, ৯, ১০, মাজেদা বেগম মিতা ওয়ার্ড-১, ১১, ১২, সৈয়দা মরিয়ম বেগম সীমা ওয়ার্ড-১৩, ১৯, ২০, শিরিন জাহান ওয়ার্ড-১৬, ১৭, ২১, নিলুফা রহমান ওয়ার্ড-২২, ২৩, ২৬, শাহীন আক্তার শানু ওয়ার্ড-২৪, ২৫, ২৯, সামসুন নাহার ভূইয়া ওয়ার্ড- ২৭, ২৮, ৩০, নাসরিন রশিদ পুতুল ওয়ার্ড-৩১, ৩২, ৩৩, মিসেস সুরাইয়া বেগম ওয়ার্ড-৩৫, ৩৬, ৩৭, মমতাজ চৌধুরী টুটু ওয়ার্ড-৩৪, ৩৮, ৪১, ফরিদা ইয়াসমিন ওয়ার্ড-৩৯, ৪০, ৪৯, রাশিদা আক্তার রানী ওয়ার্ড- ৪৮, ৫০, ৫১, মনি বেগম ওয়ার্ড-৪২, ৪৩, ৪৪, আসমা আফরিন ওয়ার্ড-৪৫, ৪৬, ৪৭, খালেদা আলম ওয়ার্ড- ৫২, ৫৩, ৫৪, সালমা আক্তার ফাতেমাকে সমর্থন দেয়া হয়েছে ওয়ার্ড-৫৫, ৫৬, ৫৭ তে। সংরক্ষিত মহিলা আসনে ১৪, ১৫, ১৮ ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তী সময়ে জানানো হবে।
×